স্টেট ব্যাংক-এ বিপুল শূন্যপদ পরীক্ষা বাংলায়

 SBI ক্লার্ক 2024 বিজ্ঞপ্তি


স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) জুনিয়র অ্যাসোসিয়েটস (গ্রাহক সহায়তা এবং বিক্রয়) পদের জন্য 13735 টি শূন্যপদ ঘোষণা  করেছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া করণিক ক্যাডারে জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের থেকে অনলাইনে আবেদন আহ্বান করছে। এসবিআই ক্লার্ক পরীক্ষা অত্যন্ত গুরত্বপূর্ণ, প্রতি বছর বিপুল সংখ্যক প্রার্থীকে আকর্ষণ করে। প্রয়োজনীয় যোগ্যতা পূরণকারী প্রার্থীরা 17 ডিসেম্বর 2024 থেকে 7 জানুয়ারী 2025 পর্যন্ত SBI Clerk 2024-এর জন্য তাদের যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্র জমা দিতে পারেন।


 অফিসিয়াল বিজ্ঞপ্তি PDF অফিসিয়াল ওয়েবসাইট https://sbi.co.in/web/careers এ প্রকাশিত হয়েছে। করণিক ক্যাডারে জুনিয়র অ্যাসোসিয়েট পদে আগ্রহী প্রার্থীদের অবশ্যই বিজ্ঞপ্তির PDF লিঙ্কের মাধ্যমে ডাউনলোড করতে পারেন।


SBI Clerk Official Notification PDF (For All Regions)- Click to Download


SBI ক্লার্ক 2024 গুরুত্বপূর্ণ তারিখ


SBI Clerk Notification Out- 16 December 2024

SBI Clerk 2024 Online Application Starts- 17 December 2024

SBI Clerk 2024 Application Closes- 7 January 2025

SBI Clerk 2024 Prelims Date- February 2025

SBI Clerk 2024 Mains Date- March/April 2025


Total vacancy- 13735+50( for Ladakh region)


যোগ্যতা- Graduation 

বয়স- 20-28(UR)

Salary- 28000(in hand)

 Application fees -- 750(general/OBC/EWS)

                               Nil(SC/ST/Pwbd/XS/DXS)


SELECTION PROCESS 


PRELIMS+MAINS+Regional Language Test


আরও কিছু জানার থাকলে নোটিফিকেশন পিডিএফ দেখেনিন আর যদি না বুঝতে পারেন কমেন্ট করুন।

Comments

Popular posts from this blog

WBPSC ক্লার্কশিপ অ্যাডমিট কার্ড 2024 প্রকাশিত হয়েছে, হল টিকিট ডাউনলোড লিঙ্ক

2024 প্যারিস অলিম্পিক: বিশ্বের বৃহত্তম ক্রীড়া আসরের তথ্যভিত্তিক আলোচনা

ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার [Fundamental Rights]