ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার [Fundamental Rights]
ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার [Fundamental Rights] সমন্ধীয় সংক্ষিপ্ত আলোচনা ।
খুব সহজে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলো জেনেনিন ।
Fundamental Rights in short
মৌলিক অধিকার [Fundamental Rights]
ভারতীয় সংবিধানের তৃতীয় পার্টের 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকার সম্পর্কে বলা আছে।
নাগরিকদের মোট 6টি মৌলিক অধিকার দিয়েছে।
পূর্বে বিদ্যমান Right to
property বা সম্পত্তির অধিকার নামক মৌলিক অধিকারটিকে 1978
সালের 44তম সংশোধনী দ্বারা একে সাধারন অধিকারে পরিণত করা হয় (অনুচ্ছেদ 300A)।
মৌলিক অধিকারসমূহ
1. সাম্যের অধিকার (রাইট টু ইকুয়ালিটি) [আর্টিকেল 12-18]
অনুচ্ছেদ 12: রাষ্ট্রের সংজ্ঞা
ও বর্ণনা
অনুচ্ছেদ 13: মৌলিক অধিকারগুলিকে খর্ব অরে এমন আইন বাতিলযোগ্য।
অনুচ্ছেদ 14: আইনের দৃষ্টিতে
সমতার অধিকার।
অনুচ্ছেদ 15 : যে কোনো প্রকার
বৈষম্যের প্রতি নিষেধাজ্ঞা।
অনুচ্ছেদ 16: সরকারি কর্মসংস্থানে সুযোগসুবিধার সমতা।
অনুচ্ছেদ 17: অস্পৃশ্যতা একটি
দণ্ডনীয় অপরাধ।
অনুচ্ছেদ 18: বিদ্যা ও
সামরিক ক্ষেত্র ছাড়া কোনো খেতাব বা টাইটেল
ব্যবহার করা যাবে না।
2. স্বাধীনতার অধিকার (রাইট টু ফ্রিডম) [আর্টিকেল 19-22]
অনুচ্ছেদ 19: চিন্তা ভাবনা ও মতপ্রকাশের স্বাধীনতার অধিকার। এটি 6টি অধিকারের সুরক্ষা প্রদান করে ।
*বাক ও মত প্রকাশের স্বাধীনতা
*বলপ্রয়োগ ছাড়া শান্তিপূর্ণ সমাবেশের অধিকার
*সমিতি, ইউনিয়ন বা সমবায় সমিতি গঠনের অধিকার
*ভারতের সর্বত্র কোনোরকম সীমাবদ্ধতা ছাড়াই চলাফেরার স্বাধীনতা
*ভারতীয় ভূখণ্ডের মধ্যে যে কোনো অবস্থানে যেকোনো পেশা অনুশীলন করার অধিকার এবং কোনো পেশা, ব্যবসা বা ব্যবসায় জড়িত থাকার স্বাধীনতা।
অনুচ্ছেদ 20: কোনো অপরাধের
জন্য আইন বহির্ভূত ও অতিরিক্ত শাস্তি দেওয়া যাবে না।
অনুচ্ছেদ 21: জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার।
অনুচ্ছেদ 21-A: 6 থেকে 14 বছর বয়সী শিশুদের প্রাথমিক শিক্ষার
অধিকার (86তম সংশোধনী আইন দ্বারা সংযুক্ত হয়।)
অনুচ্ছেদ 22: গ্রেফতার ও
আটকের বিরুদ্ধে সুরক্ষা।
3. শোষণের বিরুদ্ধে অধিকার (রাইট অ্যাগেইন্সট এক্সপ্লয়টেশন) [আর্টিকেল 23-24]
অনুচ্ছেদ 23: মানব পাচার এবং জোরপূর্বক শ্রম, বেগার খাটানো নিষিদ্ধ করা
অনুচ্ছেদ 24: 14 বছরের কমবয়সী শিশুদের শ্রমে নিযুক্ত করা যাবেনা।
4. ধর্মীয় স্বাধীনতার অধিকার (রাইট টু ফ্রিডম অফ রিলিজিওন) [আর্টিকেল 25-28]
অনুচ্ছেদ 25: বিবেক তথা ধর্মস্বীকার, আচরণ বা অনুশীলন
এবং ধর্মপ্রচারের স্বাধীনতা
অনুচ্ছেদ 26: ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা
অনুচ্ছেদ 27: একটি ধর্মের প্রচারের জন্য কর থেকে স্বাধীনতা
অনুচ্ছেদ 28: ধর্মীয় নির্দেশে যোগদান থেকে স্বাধীনতা
5.শিক্ষা ও সংস্কৃতির অধিকার (এডুকেশনাল অ্যান্ড কালচারাল রাইটস) [আর্টিকেল 29-30]
অনুচ্ছেদ 29: নিজেদের সংস্কৃতি, ভাষা, রীতি সংরক্ষণ করার অধিকার।
অনুচ্ছেদ 30: ধর্ম বা ভাষাভিত্তিক সংখ্যালঘু সম্প্রদায়ের নিজেদের পছন্দের শিক্ষা
প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য অধিকার।
6.আইনি প্রতিকার
অধিকার (রাইট টু কন্সটিটিউশনাল রেমেডিস)
অনুচ্ছেদ 32: (ড: বি আর আম্বেদকর একে Soul of the Constitution বলেছেন।)
*উপরোক্ত মৌলিক অধিকার খর্ব হলে আইনি পথে তার প্রতিকার চাওয়ার অধিকার।
*সেক্ষেত্রে, মৌলিক অধিকার বলবৎ করার জন্য সুপ্রিম কোর্ট এই 5টি আদেশ বা রিট (Writ) জারি করতে পারে:
১. হেবিয়াস কর্পাস: সশরীরে উপস্থিত করা।
২. ম্যান্ডামাস: সরকারী কর্তৃপক্ষকে তার নির্দিষ্ট দায়িত্ব পালনের আদেশ দেওয়া।
৩.কুও ওয়ারান্টো: কোনো আধিকারিক তাঁর পদ বা কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত কিনা সেটা অনুসন্ধান করা।
৪.প্রহিবিশন (নিষেধাজ্ঞা): উচ্চ আদালতের নিম্ন আদালতকে কোনো পদক্ষেপ নিতে বাধা দেওয়া।
৫.সার্টিওরারি: উচ্চ আদালতের, নিম্ন আদালত থেকে চলমান মামলা নেওয়ার এবং নিজের সামনে পেশ করা বা নিম্ন আদালতের আদেশ খর্ব করা।
অনুচ্ছেদ 33: সশস্ত্র বাহিনী, আধাসামরিক বাহিনী, পুলিশ বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং সমতুল্য বাহিনীর
সদস্যদের" মৌলিক অধিকার সংসদে আইন প্রণয়নের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে।
অনুচ্ছেদ 34: সামরিক আইন (সামরিক শাসন) বলবৎ থাকাকালীন ঐ অঞ্চলে মৌলিক অধিকারের
উপর বিধিনিষেধ থাকতে পারে।
অনুচ্ছেদ 35: মৌলিক অধিকার
সংক্রান্ত আইন প্রণয়নের জন্য সংসদকে ক্ষমতা প্রদান করে।
Comments
Post a Comment