ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার [Fundamental Rights]

ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার [Fundamental Rights] সমন্ধীয় সংক্ষিপ্ত আলোচনা । খুব সহজে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলো জেনেনিন । Fundamental Rights in short মৌলিক অধিকার [Fundamental Rights] ভারতীয় সংবিধানের তৃতীয় পার্টের 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকার সম্পর্কে বলা আছে। নাগরিকদের মোট 6 টি মৌলিক অধিকার দিয়েছে। পূর্বে বিদ্যমান Right to property বা সম্পত্তির অধিকার নামক মৌলিক অধিকারটিকে 1978 সালের 44 তম সংশোধনী দ্বারা একে সাধারন অধিকারে পরিণত করা হয় (অনুচ্ছেদ 300A) । মৌলিক অধিকার সমূহ 1. সাম্যের অধিকার (রাইট টু ইকুয়ালিটি) [ আর্টিকেল 12-18] অনুচ্ছেদ 12 : রাষ্ট্রের সংজ্ঞা ও বর্ণনা অনুচ্ছেদ 13: মৌলিক অধিকারগুলিকে খর্ব অরে এমন আইন বাতিলযোগ্য। অ নুচ্ছেদ 14: আইনের দৃষ্টিতে সমতার অধিকার। অনুচ্ছেদ 15 : যে কোনো প্রকার বৈষম্যের প্রতি নিষেধাজ্ঞা। অনুচ্ছেদ 16: সরকারি কর্মসংস্থানে সুযোগসুবিধার সমতা। অনুচ্ছেদ 17: অস্পৃশ্যতা একটি দণ্ডনীয় অপরাধ। অনুচ্ছেদ 18: বিদ্যা ও সামরিক ক্ষেত্র ছাড়া কোনো খেতা...